টি-২০ থেকে অবসর নিলেন তামিম ইকবাল

    0
    21

    স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশে তখন ভোর রাত। উইন্ডিজ সিরিজের ম্যাচ দেখে হয়তো ঘুমানোরই প্রস্তুুতি নিচ্ছেন টাইগার সমর্থকেরা। গায়ানায় থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দিলেন তিনি আর জাতীয় দলের হয়ে টি-২০ খেলবেন না। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরপরই এই ড্যাশিং ওপেনার জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত।

    নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তামিম টি-২০ থেকে সর দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এক পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’ সঙ্গে দিয়েছেন গুডবাই ইমোজিও।

    বেশ কয়েক দিন থেকে এই ওপেনারের টি-২০ খেলা না খেলা নিয়ে আলোচনা সমালোচনা চলছিলো। ২০২০ সালের মার্চের পর থেকে তিনি আর টি-২০ খেলেননি। গত টি-২০ বিশ্বকাপ থেকেও নিজেকে সরিয়ে নেন স্বেচ্ছায়। এর বছরের শুরুতে চট্টগ্রামে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ৬ মাসের জন্য বিরতি নিচ্ছেন টি-২০ ফরম্যাট থেকে।

    বিরতির এই সময়ে তিনি টি-২০ খেলবেন না। এরপরই টি-২০ খেলা নিয়ে তার সিদ্ধান্ত জানাবেন। এই সময়ও প্রায় শেষ। তার সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। তিনিও জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্ত। জাতীয় দলের হয়ে টি-২০ ফরম্যাটে আর মাঠে নামবেন না তিনি। দূরের দেশ গায়ানায় বসে তামিম সমর্থকদের জানিয়ে দিয়েছেন, এখন থেকে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তার অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে।

    ২০০৭ সালের এক সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় তামিম ইকবালের। ২০২০ সালের ৯ মার্চ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন শেষ টি-২০ ম্যাচ। ৭৮ টি টি-২০ ম্যাচে ১ হাজার ৭৮৫ রান করেছেন এই ওপেনার। একটি শতকের সঙ্গে আছে সাতটি অর্ধশতক।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here