টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ : ক্রীড়া প্রতিমন্ত্রী

0
120

স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপ খেলতে আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় আগামি মাসে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। দেশ ছাড়ার আগে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান দূতাবাস।

ঢাকায় অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রুয়েরের বাসভনে জাতীয় দলের ক্রিকেটারদে দেওয়া সংবর্ধনায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও বাংলাদেশ।

গত রাতের এই সংবর্ধনায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি সাফ ফুটবলে নারীরা চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমরা বিভিন্ন খেলায় ভালো করেছি।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ব্রুয়ের বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের জনগণই ক্রিকেট পছন্দ করে। আমি নিশ্চিত বাংলাদেশীদের অস্ট্রেলিয়ায় খুব ভালোভাবে গ্রহণ করা হবে। সেখানে এখন ৮০ হাজারের বেশি বাংলাদেশী অবস্থান করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকসহ সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজ শুক্রবার রাতেই বাংলাদেশ দল বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে টাইগাররা নিউজিল্যান্ড তিনজাতির সিরিজ খেলবে। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও পাকিস্তান অংশ নেবে এই সিরিজে। সিরিজ শেষ করেই টাইগাররা চলে যাবে অস্ট্রেলিয়ায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here