স্পোর্টস ডেস্ক:: সামনেই টি-২০ বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়া শুরু হবে এবারের বিশ্বকাপ লড়াই। বিশ্বকাপে কারা ফেবারিট? কারা জিততে পারেন এ নিয়েই চলছে জল্পনা-কল্পনা। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদী জানালেন, টি-২০ বিশ্বকাপে ফেবারিট ভারত।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলেছে ভারত। তিন ম্যাচের টি-২০ সিরিজ সফরকারী ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। সিরিজের শেষ ম্যাচে দলটি হেরেছে। তবে এই ম্যাচের পর শহীদ আফ্রিদী জানিয়েছেন, আগামি বিশ্বকাপে রোহিত শর্মার দলই ফেবারিট।
ভারতের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ শহীদ আফ্রিদী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার মুগ্ধতার কথা। বলেছেন, ভারতই ফেবারিট আগামি বিশ্বকাপে। তিনি লিখেন, ‘ভারত দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং যোগ্য দল হিসেবেই সিরিজটি জিতেছে। দারুণ বোলিং পারফরম্যান্স অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিতভাবেই তারা ফেবারিট।’
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দুর্দান্ত কিছু করুক, সেটাই চান সমর্থকেরা। ঋশভ পন্থ, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার দল বিশ্বকাপের আগে দারুণ সময় কাটাচ্ছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০