স্পোর্টস ডেস্ক:: টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু টি-২০ সিরিজ। সফরকারী বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দলে শেষ মূহুর্তে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগ মূহুর্তে বাধ্য হয়েই এই পরিবর্তন করতে হয়েছে ক্যারিবিয়ানদের।
ওয়েস্ট ইন্ডিজের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের আগে চোটে পড়েছেন। ক্যারিবিয়ান ক্রিকেটার এভিন লুইস চোটে পড়ে দল থেকে ছিটকে গেছেন। ক্যারিবিয়ানদের এই পারফর্মার দল থেকে বাদ পড়ায় শেষ মূহুর্তে পরিবর্তন করতে হয়েছে স্কোয়াড।
এভিন লুইসের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকেরা দলে ডেকেছেন আন্দ্রে ফ্লেচারকে। বেশ কিছু দিন থেকে দলের বাইরে ছিলেন এই ক্রিকেটার। লুইসের ইনজুরিতে তিনি সুযোগ পেলেন।ফ্লেচার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। সেই সিরিজে এক ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। ভালো করতে না পারায় বাদ পড়েন। আউট হয়েছিলেন মাত্র ৪ রান করে। এরপর আর দলে ফিরতে পারেননি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে লুইস ইনজুরিতে পড়েন। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান এই ক্রিকেটার। যার কারণে সিরিজের তৃতীয় এক দিনের ম্যাচটি খেলতে পারেননি। ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৩-০ ব্যবধানের জয়ের পর এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল। সেন্ট ভিনসেন্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।
এর আগে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ শেষ করে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০