স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ। সাদা পোশাকের লড়াই শেষ। এবার রঙিন পোশাকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আগামিকার রবিবার। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে তারা ঘুরে দাঁড়াতে চান। ভালো করতে চান।
টি-২০ সিরিজটা বাংলাদেশ আক্রমণাত্মক মনোভাব নিয়েই খেলবে। নতুন ফরম্যাটে নতুন করে ঘুরে দাঁড়াতে চাইবে টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক স্পষ্টই জানিয়েছেন, টি-২০ সিরিজ জিতেই দেশে ফিরতে চান তিনি। সুযোগ কাজে লাগাতে চান। টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলটি কিছুটা নতুন। অধিনায়কের আশা দলের সব খেলোয়াড় ভালো ক্রিকেট খেলবেন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সত্যিকার অর্থেই আমরা এই সিরিজ জিততে চাই। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আপনি যদি আমাদের গত বিশ্বকাপের (টি-টোয়েন্টি বিশ্বকাপ) দিকে তাকান, আমাদের সেমিফাইনালে খেলার খুব ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি। তবে, এটি নতুন একটি দল। তাই আমি আশা করি, সব খেলোয়াড় এখানে ভালো ক্রিকেট খেলবে।’
টেস্টে ভালো খেলতে না পারলেও এবার সামনে এগিয়ে যেতে চান জানিয়ে অধিনায়ক বলেন, ‘সবাই জানি, আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি (টেস্টে)। তাই আমরা আগে কী করেছি তা নিয়ে ভাবছি না। সামনের দিকে এগিয়ে যেতে চাই। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। আমরা সবাই জানি, টি-টোয়েন্টিতে খেলাটা সম্পূর্ণ আলাদা জিনিস। এত নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে।’
সিরিজের প্রথম টি-২০’র ভেন্যু গোয়ালিয়রের সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়েই মাঠটি আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখাবে। সে হিসেবে মাঠ অপিরিচিত, উইকেট অজানা। এ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘আমরা জানি, এটি একটি ভিন্ন মাঠ, নতুন মাঠ এবং উইকেট সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। তবে আমরা গত কয়েকদিন অনুশীলন সেশন করেছি এবং উইকেট কেমন আচরণ করে তা খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা জানি না। পিচ কেমন আচরণ করবে। কিন্তু একটি আন্তর্জাতিক দল হিসেবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব খাপ খাইয়ে নিতে হবে।’
তিন বিভাগে যে দল ভালো করবে তারাই জিতবে জানিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘টি-২০ আপনি কখনই সবকিছু জানেন না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যারা এসব জিনিসগুলোতে ভালো করবে, সেই দলই জিতবে। বড় নাম বা নতুন খেলোয়াড় বা পুরোনো খেলোয়াড়দের সম্পর্কে এর সম্পর্ক নেই। তাই এটা গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট দিনে আমাদের ভালো খেলতে হবে’।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০