টি-২০ সুলভ ব্যাটিং, বাংলাদেশের সব ব্যাটারই চার-ছক্কা হাঁকিয়েছেন

0
102

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের সাত ব্যাটার ব্যাটিং করেছেন সংযুক্ত আবর-আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে। তাদের সবারই স্ট্রাইকরেট ছিলো একশো বিশের উপরে। পাঁচ ব্যাটারই ছক্কা হাঁকিয়েছেন। বাকী দু’জনের ব্যাট থেকে এসেছে চারের মার।

দুবাইয়ে টি-২০ সুলভ ব্যাটিংই করেছে বাংলাদেশ। ওপেনার মিরাজের ৪৬ রানের সঙ্গে ছোট ছোট টি-২০’র কার্যকরি ইনিংসে স্বাগতিক সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পয়েছে বাংলাদেশ দল। টাইগারদের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। তবে সকলেই ছোট ছোট ঝড়ো ইনিংস খেলেছেন।

ব্যাটারদের স্ট্রাইকরেট ছিলো একশো বিশের উপরে। সাত ব্যাটারের মধ্যে পাঁচ জনই ছক্কা হাঁকিয়েছেন। সকালের ইনিংসেই ছিলো বাউন্ডারি। আর তাতেই বাংলাদেশ ৫ উইকেটে ১৬৯ রান তুলেছে।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ইনিংস উদ্বোধনে পাঠায় সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলেই উইকেট হারায় বাংলাদেশ। আরিয়ান লারকারের শিকারে মাত্র ১২ রানে সাজঘরে ফিরেন সাব্বির রহমান।

এই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ে ছিলেন মিরাজ ও লিটন। দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন তারা। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে লিটনের বিদায়ে ভাঙে তাদের জুটি। দলীয় ৬৮ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রানে তিনি ফিরেন সাজঘরে। ২০ বলের ইনিংসে তিনি চারটি বাউন্ডারি হাঁকান।

তৃতীয় উইকেটে আফিফ খুব একটা সঙ্গ দিতে পারেননি মিরাজকে। আগের ম্যাচের ম্যাচ সেরা এই তরুণ ১১তম ওভারের চতুর্থ বলে ফিরেন সাজঘরে। দলীয় ৯০ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে প্যাভেলিয়েন ফেরেন তিনি। ১০ বলের ঝড়ো ইনিংসে দুটি চার ও একটি ছক্কা হাঁকান।

আফিফের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজও ফিরেন সাজঘরে। তবে তার দল আগেই দল পেরিয়ে যায় শতরানের স্কোর। ১৫তম ওভারের পঞ্চম বলে দলীয় ১২২ রানের মাথা চতুর্থ উইকেট হারায় টাইগাররা। ফিরে যান ওপেনার মিরাজ। পাঁচ চারে ৩৭ বলে ৪৬ রান করেন তিনি। তার বিদায়ের পর ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে প্যাভেলিয়নে ফিরেন মোসাদ্দেকও। দলীয় ১৩৭ রানে পঞ্চম উইকেটে ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফিরেন তিনি। তার ২২ বলের ইনিংসে দু’টি চার ও একটি ছক্কার মারছিলো।

ষষ্ট উইকেটে ৩২ রান যোগ করে অপরাজিত থাকেন সোহান ও ইয়াসির। এক চার ও এক ছয়ে ১৩ বলে ২১ রানে ইয়াসির, এক চার ও এক ছয়ে ১০ বলে ১৯ রানে অধিনায়ক সোহান অপরাজিত থাকেন।

সংযুক্ত আরব-আমিরাতের হয়ে আফজাল খান, আরিয়ান-সাব্বির আলীরা ১টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here