স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ বাংলাদেশকে হেয় করে টুইট করে ছিলেন ভারতীয় ক্রিকেটার রবীচন্দন অশ্বিন। সেটির রেশ এখনো বয়ে চলছে। বাংলাদেশী এক ক্রিকেট সমর্থক সম্প্রতি নিউজিল্যান্ড-ভারত ম্যাচ নিয়ে অশ্বিনকে খোঁচা দিয়ে টুইট করে ছিলেন। ইতিহাস টেনে অনেকটা কড়া ভাষায় সেটির প্রতিবাদ দিলেন অশ্বিন।
১৩ মার্চ, ২০১৬। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ওমানকে মোকাবেলা করার অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারতীয় স্পিনিং অলরাউন্ডার রবীচন্দন অশ্বিন সেই ম্যাচের আগে টুইট করেন, ‘বাংলাদেশ-ওমানের ম্যাচ দেখতে তর সইছে না। বাংলাদেশ জিতে গেলে নি:সন্দেহে পুরো দেশটা খুশি হবে, কিন্তু ওমান জিতলে খুশি হবে পুরো ক্রিকেট বিশ্ব।’
অশ্বিনের এমন টুইটের পর স্বাভাবিক ভাবেই ক্ষেপে ছিল বাংলাদেশি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই নিয়ে রোষের মুখেও পড়েন। সেটার রেশ এখনও চলছে।
এরই মাঝে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ভারতের ওয়ানডে সিরিজেও আবারও অশ্বিনকে এক হাত নিলেন এক বাংলাদেশি সমর্থক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন, গত ১৬ অক্টোবর, রোববার রকিবুল ইসলাম অপূর্ব নামের এক বাংলাদেশি টুইটারে অশ্বিনকে খোঁচা দিয়েছেন।
তামিল নাড়ুর এই ক্রিকেটারকে উদ্দেশ্য করে টুইটারে তিনি লিখেছিলেন, ‘ভারত সিরিজ জিতে নিলে ভারতীয়রা খুশি হবে। কিন্তু, নিউজিল্যান্ড জিতে গেলে খুশি হবে পুরো বিশ্ব।’
অশ্বিন ব্যাপারটা সহজভাবে নেননি। জবাবে তিনি রীতিমত ইতিহাস টেনে নিয়ে আসেন। লিখেন, ‘ভারত ১৯৪৭ সালেই স্বাধীন হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ।’
ধর্মশালার সেই ম্যাচে, নিউজিল্যান্ডকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারায় ভারত। কাকতালীয় ভাবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওমানের ম্যাচটাও অনুষ্ঠিত হয়েছিল এই ধর্মশালায়। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশ জেতে ৫৪ রানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০