টুইট করে মুমিনুলদের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

0
0

স্পোর্টস ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইতে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সেই দেশে কোনো ফরম্যাটে জয়ের হাসি হাসল টাইগাররা। প্রথম জয় বরাবরই বিশেষ কিছু। আর সেই বিশেষ কিছুকে আরও পরিণত করেছে দেশের বড় তারকাদের ছাড়াই।

মুশফিকুর রহিম একমাত্র সিনিয়র ও সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে দলে ছিলেন। এর বাইরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো বড় তারকা ছিলেন না। মাশরাফী বিন মোর্ত্তজা টেস্ট ছেড়েছেন সেই কবেই। আর মাহমুদউল্লাহ রিয়াদ তো কিছু দিন আগেই টেস্ট থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

সব মিলিয়ে নতুনের জয়গান দেখেছে বিশ্ব। এই ম্যাচকে সবচেয়ে বেশি মিস করাদের একজন ছিলেন সাকিব আল হাসান। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার নিউজিল্যান্ড সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে মনে মনে হয়তোবা আফসোস করছেন, এই ইতিহাসের সাক্ষী হতে পারতেন তিনিও।

তবে ইতিহাসের সাক্ষী হতে না পারলেও, সুদূর আমেরিকা থেকে দলকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন তিনি। এবার দলের নতুন ইতিহাস গড়ার দিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাকিব। দুটি টুইট বার্তায় সতীর্থদেরকে নিজের শুভেচ্ছা জানিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। যেখানে দলের পেসার ও ব্যাটারদের অবদান তুলে ধরেছেন বিশেষভাবে।

প্রথম টুইটে সাকিব লেখেন, ‘কি দারুণভাবেই না বাংলাদেশ ক্রিকেটের নতুন বছরের শুরুটা হলো। অধিনায়ক, খেলোয়াড়, কোচিং স্টাফসহ সকলকে অভিনন্দন।’

এরপর আরও এক টুইট বার্তায় সাকিব লেখেন, ‘অসাধারণ পারফর্ম করেছে আমাদের পেসাররা এবং সমানভাবে ব্যাটাররাও দারুণ খেলেছে। আনন্দ করো, তোমাদেরই সকল ক্রেডিট প্রাপ্য।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here