‘টু হট’ বলে চলে গেলেন কোচ ক্যাবরেরা, সাংবাদিকরা কাজ করলেন জামা খুলে

0
36

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাতো বসতেই পারলেন না। দেশের সর্বোচ্চ বড় ফুটবল আসরের ম্যাচ দেখতে এসে গরমে নাজেহাল হয়ে ফিরে যেতে হয়েছে তাকে। সর্বোচ্চ স্তরের লিগ কাভার করতে যাওয়া সাংবাদিকদের কাজ করতে হয়েছে জামা খুলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এমন বেহাল দশা। সোমবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেপটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হ্যাটট্রিক শিরোপা জয় করে বসুন্ধরা কিংস। সাইফ স্পোটিং ক্লাবের হোম ভেন্যুতে তাদের বিপক্ষে কিংসের ম্যাচটি দেখতে মাঠে যান জাতীয় দলের কোচ ক্যাবরেরা।

কোচের বসার জন্য নির্দিষ্ট কোনো জায়গায়ই ছিলো না স্টেডিয়ামটিতে। সাংবাদিকদের জন্যও ছিলো না ভালো মানের প্রেসবক্স। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসিতো নেই, ভালো কোনো সিলিং ফ্যানও ছিলো না। ভিআইপি বসে খেলা দেখতে না পেরে ক্যাবরেরা খেলা দেখার জন্য ড্রেসিংরুমের পাশের একটি কক্ষে যান।

সেখানে কোনো ভালো সিলিং ফ্যানই ছিলো না। তীব্র গরমে তাই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ‘টু হট’ বলেই চলে যান বেরিয়ে। সাংবাদিকদের বসার কক্ষটিতে শুরুতে ইন্টারনেটই ছিলো। যদিও পরবর্তীতে তা ব্যবস্থা হয়েছে। কিন্তুু ৩৬ ডিগ্রি থাপমাত্রাতে এসিতো দূরের কথা, ভালো সিলিং ফ্যানও ছিলো না।

তীব্র গরমে নাজেহাল সাংবাদিকরা গায়ের জামা খুলেই তাই কাজ করেছেন প্রেসবক্সে বসে। তাদের সহযোগিতার জন্য প্রেসবক্সে বাফুফের কোনো কর্মীও ছিলেন না এমন অভিযোগ সাংবাদিকদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here