স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের পাশে বসে বিরাট কোহলি। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড স্পর্শ করলেন সাবেক এই অধিনায়ক। ৫০ ওভারের ক্রিকেটে ২৭৭ ইনিংসে কিংবদন্তি শচিনের রেকর্ড ছুঁলেন তিনি।
এদিকে কোহলির আজ ৩৫তম জন্মদিন। জীবনের বিশেষ এই দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে ৫০ হাজার দর্শকের সামনে আরেক রেকর্ড স্পর্শ করেছেন তিনি। জন্মদিনে সেঞ্চুরি করা ৭ম ব্যাটার তিনি। আর সেটা বিশ্বকাপ মঞ্চে করা তৃতীয় ব্যাটসম্যান। শচিনে সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির মালিক বনে অপরাজিত থাকেন ১২১ বলে ১০১ রানে।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের শুরু থেকে কোহলিকে উজ্জীবিত রেখেছিলেন কলকাতার দর্শকরা। ‘হ্যাপি বার্থডে কিং কোহলি’,- ইডেন গার্ডেন্সের গ্যালারি প্রায় সবার হাতেই ভারতের সাবেক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে প্ল্যাকার্ড। পাওয়ার প্লেতে মাঠে নামতেই গ্যালারি থেকে গর্জন ‘কোহলি, কোহলি’। বিরাট কোহলি মাঠে ঢোকার পর ক্রিজে গার্ড নেওয়ার আগে পর্যন্ত পুরো গ্যালারির দর্শক তাকে দাঁড়িয়ে জন্মদিনে শুভেচ্ছা জানান।
জন্মদিনে ব্যাট হাতে কোহলি অপরাজিত থাকেন ১২১ বলে ১০ চারে ১০১ রানে। টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত ৫০ ওভারে ৫ উইকেটে করে ৩২৬ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি কোহলির পঞ্চম শতক, প্রোটিয়াদের বিপক্ষে টেন্ডুলকার ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ। এ দিন দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের মাটিতে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post