টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

0
14

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের হাতেই তৃতীয় টেস্টের নিয়ন্ত্রণ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বড় সংগ্রহ গড়ছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ২৭৬ রানের লিড নিয়েছে বারত। এখনো হাতে রয়েছে ১০টি উইকেট।

প্রথম ইনিংসে ভারতের ৫ উইকেটে ৫৫৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অল আউট হয়েছে ২৯৯ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারত বিনা উইকেটে তুলেছে ১৮ রান। টস জিতে ব্যাট করা ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেন দলপতি বিরাট কোহলি। এছাড়া, মাত্র ১২ রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হন আজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে কোহলি স্পর্শ করেন টেস্ট ক্যারিয়ারে তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এক পঞ্জিকাবর্ষে দুটি ডাবল সেঞ্চুরি করা মাত্র পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি দুটি ডাবল সেঞ্চুরি করে ইতিহাসও গড়েন। আগেরটি সেঞ্চুরিটি ছিল গত জুলাইয়ে। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় করেছিলেন ২০০ রান।

এর আগে ওপেনার মুরালি বিজয় ১০ এবং গৌতম গম্ভীর ২৯ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা চেতস্বর পুজারার ব্যাট থেকে আসে ৪১ রান। চার নম্বরে নামা কোহলি করেন ২১১ রান। তার ৩৬৬ বলের ইনিংসে ছিল ২০টি বাউন্ডারি। আর ব্যক্তিগত ১৮৮ রানের মাথায় আউট হন রাহানে। পাঁচ নম্বরে নামা রাহানে তার ইনিংস সাজান ৩৮১ বলে ১৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে। রাহানের সঙ্গে কোহলি গড়েছেন চতুর্থ উইকেটে ভারতের সবচেয়ে বড় জুটি (৩৬৫ রান)।

রোহিত শর্মা ৫১ এবং রবীন্দ্র জাদেজা ১৭ রান করে অপরাজিত থাকেন। এই সিরিজে রোহিত শর্মার এটি তৃতীয় হাফ-সেঞ্চুরি। দিনের খেলা ১১ ওভার বাকি থাকতেই ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া।

কিউইদের হয়ে দুটি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট এবং জিতান প্যাটেল। একটি উইকেট পান মিচেল স্যান্টনার।

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে কিউই ওপেনার মার্টিন গাপটিল ১৭ এবং টম ল্যাথাম ৬ রান করে অপরাজিত থাকেন। ভারতের থেকে সফরকারীরা ৫২৯ রান পিছিয়ে থেকে শুরু করে ওপেনিং জুটিতে ১১৮ রান তুললেও পরে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি জাদুতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

গাপটিল ৭২ আর ল্যাথাম ৫৩ রান করে বিদায় নেন। মিডলঅর্ডারে কেন উইলিয়ামসন, রস টেইলর আর লুক রঞ্চি ব্যাট হাতে ব্যর্থ হন। ছয় নম্বরে নামা জেমস নিশাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রান। এছাড়া, ওয়াটলিং ২৩, স্যান্টনার ২২, প্যাটেল ১৮ আর হেনরি ১৫ রান করেন।

অশ্বিন একাই ৬টি উইকেট তুলে নেন। এছাড়া, ভারতের হয়ে দুটি উইকেট দখল করেন রবীন্দ্র জাদেজা।

২৫৮ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ওপেনার গৌতম গম্ভীর ইনিংসের তৃতীয় ওভারে ডাবল রান নিতে গিয়ে কাঁধে ব্যথা পেলে মাঠ থেকে উঠে যান। আরেক ওপেনার মুরালি বিজয় ১১ এবং তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ১ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here