স্পোর্টস ডেস্ক: তাসকিন আহমেদ সম্প্রতি সময়ে বাংলাদেশ পেস বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই ইন্জুরির কারণে আছেন বড় ম্যাচের বাইরে। লঙ্গার ভার্সন টেস্ট ক্রিকেটের বাইরে ২১ বছর বয়সী এই পেসার।
অবশেষে অভিষেক হতে যাচ্ছে তাসকিন আহমেদের টেস্ট ক্রিকেটে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হওয়া তাসকিন খেলেছেন এ পর্যন্ত দশের অধিক টি- টোয়েন্টি এবং ২১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
আসন্ন ইংল্যান্ড সিরিজের টেস্ট দলে পেসার সংকটে থাকা বাংলাদেশ দল এমনই ইঙ্গিত দিয়েছে। টেস্ট দলের পেসার মোহাম্মদ শহীদ ইনজুরিতে, ফর্ম নেই রুবেল শাহাদত। ইনজুরিতে মুস্তাফিজ। ফলে তাসকিনের অভিষেকের সম্ভাবনা দেখছেন ক্রিকেট প্রেমীরা।
বিসিবি একাদশের হয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দলে আছেন তাসকিন, যদি ঠিকটাক পারর্ফম করতে পারেন সাথে ফিটনেস ভালো থাকলে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই অভিষেক হতে যাচ্ছে তাসকিনের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪