টেস্টে এবছর অপরাজিত থাকতে চায় ক্যারিবিয়ানরা

0
8

স্পোর্টস ডেস্কঃ টেস্টে চলতি বছরটা বেশ ভালো যাচ্ছে উইন্ডিজ দলের। এখন পর্যন্ত কোনো টেস্ট হারেনি দলটি। ক্যারিবিয়ানরা বছর শুরু করেছিল ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। সেই সিরিজের প্রথম দুই ম্যাচ হয়েছিল ড্র। তবে তৃতীয় ম্যাচ জিতে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল ক্যারিবিয়ানরা।

সেই সিরিজের পর এবার বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছে উইন্ডিজ। স্বাগতিকরা ইতিমধ্যেই সিরিজের প্রথম টেস্ট জিতে নিয়েছে। এবার সিরিজের বাকি একটি ম্যাচের দিকে থাকিয়ে দলটি। এর বাইরেও, চলতি বছর আরও কয়েকটি সিরিজ আছে উইন্ডিজের। সেইসব সিরিজের বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলবে ব্রাথওয়েট-রোচরা।

আর সেগুলোতেও অপরাজিত থাকার লক্ষ্য উইন্ডিজের। দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এবছর কোনো টেস্টেই হারতে চান না তিনি। দলের পারফর্মেন্স নিয়ে বেশ খুশি আছেন। ক্রিকেটাররা আত্মবিশ্বাস পাচ্ছে এতে, বলে জানিয়েছেন সিমন্স।

সিমন্স বলেন, ‘আমরা ২০২১ সাল শুরু করেছিলাম একইভাবে। বাংলাদেশে ২টি জিতেছি, শ্রীলঙ্কার বিপক্ষে ড্র ২টি। এখান থেকে আমরা কীভাবে সামনে এগোবো, সেটাই এখন মূল বিষয়। আমি চাই এবছরের বাকি চার থেকে পাঁচ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে।’

‘আমাদের জন্য এটা ভালো হবে। ছেলে যা করে দেখাচ্ছে, সেটা থেকে আত্মবিশ্বাস পাচ্ছে। আপনি যত বেশি আত্মবিশ্বাস পাবেন, ততই আপনার কাজ ও ভূমিকা অনেক বেশি সহজ হবে। এটার শুরুটা খুব বেশি দিন আগে থেকে নয়, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকেই…।’ যোগ করেন ক্যারিবিয়ান কোচ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here