টেস্টে এবার আরেকটি ইতিহাসের সামনে বাংলাদেশ

0
33

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার আরেকটি ইতিহাসের সামনে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের মত শীর্ষ আটে চলে আসতে পারে বাংলাদেশ।

ক্যারিবীয়ানদের কাছ থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে বাংলাদেশ। আগামি ডিসেম্বরে নিউজিল্যান্ড টেস্টে ধারাবাহিক পারফর্ম করলে বা ওয়েস্টইন্ডিজ চলমান টেস্টে হারলেই ৮ উঠে আসবে বাংলাদেশ। ক্যারিবীয়ানরা চলে যাবে নবম স্থানে।

মিরপুর টেস্টে ১০৮ রানের ব্যবধানে হারের পর অবশ্য একেবারে খালি হাতেও ফিরতে হয়নি। রেটিং পয়েন্ট বেড়েছে আট। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করায় বাংলাদেশের রেটিং ৫৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫। অপরদিকে, ইংল্যান্ডের কমেছে রেটিং তিন পয়েন্ট। অবস্থান পরিবর্তন হয়নি কোন দলেরই। ইংল্যান্ড ধরে রেখেছে চতুর্থ স্থান আর বাংলাদেশ আছে নয়  নম্বরে।

ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৮ থেকে কমে বর্তমানে ১০৫ হয়েছে। ৬৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে চলতি শারজা টেস্ট হারলেই কার্লোস ব্রেথওয়েটের দল হারাবে কিছু রেটিং পয়েন্ট।

সেক্ষেত্রে বাংলাদেশ আটে ওঠার লড়াইয়ে অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে শীর্ষে। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে আর ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here