স্পোর্টস ডেস্কঃ গুঞ্জন সত্য করে স্টিভেন স্মিথকেই দেয়া হচ্ছে টেস্টে ওপেন করার দায়িত্ব। অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি নিজেই জানিয়েছেন এই তথ্য। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ওপেনার হিসেবে দেখা যাবে স্মিথকে।
ওপেনার ডেভিড ওয়ার্নারের টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের পর ক্যামেরন গ্রিন নাকি স্মিথ- কে হবেন নতুন ওপেনার, সেটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছিল। অবশেষে স্মিথকেই নতুন ওপেনার নির্বাচিত করেছে বোর্ড। আর গ্রিনকে খেলানো হবে ৪ নম্বরে।
প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, স্মিথের ক্যারিয়ারের বড় এক ঘটনা হতে যাচ্ছে ব্যাটিংক্রমের এই পরিবর্তন, ‘আমি তো বলব, সবকিছুই পরীক্ষা-নিরীক্ষার অংশ। স্টিভের সঙ্গে এ নিয়ে কথাও হয়েছে। আমি বিশ্বাস করি, ওর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে এটি।’
উইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট স্কোয়াডে আছেন ম্যাট রেনশো। যিনি টেস্ট ক্রিকেট থেকে সদ্য বিদায় নেওয়া ওপেনার ওয়ার্নারের জায়গায় খেলার জন্য আলোচনায় ছিলেন। যদি সেই আলোচনা ইতিমধ্যেই চুকিয়ে দিয়েছে বোর্ড। আগামী বুধবার অ্যাডিলেডে শুরু হবে অস্ট্রেলিয়া-উইন্ডিজ প্রথম টেস্ট। এক সপ্তাহ আগেই সেই টেস্টের দল ঘোষণা করল স্বাগতিকেরা।
অস্ট্রেলিয়া টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভেন স্মিথ, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, উসমান খাওয়াজা, মারনাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ম্যাট রেনশ ও মিচেল স্টার্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post