স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ও টি-২০ যতটা বদলে গেছে বাংলাদেশ, টেস্ট ক্রিকেটে ঠিক ততটাই পিছিয়ে। টেস্ট ক্রিকেটে এখনে তমেন জয়ের রসদ পায়নি বাংলাদেশ। বলে কয়ে কাউকে হারাত পারেন না।
এদেশের ক্রিকেটের একমাত্র আক্ষেপের নাম এখন টেস্ট ক্রিকেট। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও সেভাবে টেস্টে আশানুরূপ উন্নতি করতে পারেনি টাইগাররা।
কিন্তুু এই পরিস্থিতি বদলে যেতে বেশি দিন হয়তো লাগবে না। বর্তমানে বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছে যাদের হাত ধরে টেস্টেও ভালো করা সম্ভব বলে মনে করেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশ। আর টেস্টে বাংলাদেশের উন্নতিতে পাশে থাকবে ইংল্যান্ড বলেই জানালেন তিনি।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সম্ভাবনা নিয়ে রামপ্রাকাশ বলেন, বাংলাদেশ দল দিন দিন উন্নতি করছে, যদিও টেস্ট খেলার সুযোগ খুব একটা পায় না। বাংলাদেশের আরো বেশি টেস্ট ম্যাচ খেলা দরকার। আমরা যতদূর সম্ভব তাদের (টাইগারদের) সাহায্য করবো।’
তিনি আরো যোগ করেন, ‘অ্যান্ড্রু স্ট্রস (ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর) টেস্ট ম্যাচের পরিধি বাড়ানো যায় কি না, তা নিয়ে কথা বলছে। আমরা এ বিষয়ে উন্নতির কথাই ভাবছি। বাংলাদেশে অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে। গত বিশ্বকাপে দাপটের সঙ্গেই ইংল্যান্ডকে পরাজিত করেছিল। ওয়ানডে দুর্দান্ত দল বাংলাদেশ। তাদের অনেক খেলোয়াড়ই টেস্টে উন্নতি করার ইচ্ছা প্রকাশ করেছে। তাদের স্বাগত জানানো উচিত। টেস্ট উন্নতিতে বাংলাদেশের পাশে থাকবে ইংল্যান্ড।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০