স্পোর্টস ডেস্কঃ এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছে ইংল্যান্ড। জাসপ্রিত বুমরাহ’র দলকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে। দারুণ জয়ের পর অধিনায়ক বেন স্টোকস বললেন, তারা টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিতে চান।
মঙ্গলবার ইতিহাস গড়ে স্টোকস বলেন, ‘টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটা আমরা নতুন করে লিখতে চেষ্টা করছি, বিশেষ করে ইংল্যান্ডে। আমরা জানি আমরা টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিতে চাই। আমরা যে সমর্থন পেয়েছি তা অবিশ্বাস্য। টেস্ট ক্রিকেটে আমরা নতুন করে ভক্তদের আনছি, আমরা ছাপ রাখতে চাই।’
স্টোকস কৃতিত্ব দিতে চান নিজ দলের ক্রিকেটারদের, ‘খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হয়, ওরা আমার কাজ সহজ করে দিচ্ছে। ড্রেসিংরুমে আমাদের চিন্তাভাবনা যেমন পরিষ্কার থাকে, মাঠেও তেমন মানসিকতা থাকলে কাজ সহজ হয়ে যায়। পাঁচ সপ্তাহ আগেও ৩৭৮ রানের লক্ষ্য থাকলে সেটা হতো ভীতিকর। কিন্তু এখন সবকিছু ঠিক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০