স্পোর্টস ডেস্ক:: মর্যাদার টেস্ট ক্রিকেট দেখতে দেখতে একশো পেরিয়ে, দেড়শো’র ঘর স্পর্শ করতে যাচ্ছে। বাইশ গজে সাদা পোশাকে রঙিন বলের ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আয়োজন হবে বিশেষ টেস্টের। যে দুইল শুরুটা করেছিলো, যাদের হাত ধরে টেস্ট ক্রিকেট পথচলা শুরু করেছিলো সেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দেড়শো বছর পূর্তি উদযাপনে খেরবে বিশেষ টেস্ট।
ঐতিহ্যের স্মারক মেলবোর্নে ১৮৭৭ সালের ১৫ মার্চ শুরু হওয়া টেস্ট ক্রিকেটে মর্যাদা সাথেই পাড়ি দিতে যাচ্ছে দেড়শো বছরের মাইল ফলক। প্রথম সেই টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারিয়ে ছিলো অস্ট্রেলিয়া। ২০২৭ সালে টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তি হবে। এজন্য বিশেষ এক টেস্টের আয়োজন করা হবে সেই মেলবোর্নেই, যেখান থেকে যাত্রা শুরু করেছিলো সাদা পোশাকের ক্রিকেট। খেলবে শুরু করা সেই দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
দুই ম্যাচের সেই বিশেষ টেস্ট সিরিজ নিয়ে এখনি পরিকল্পনা শুরু করেছেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, ‘ধারণাটা বেশ আকর্ষণীয়। এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post