স্পোর্টস ডেস্কঃ সামনেই আসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনাল। আর সেই ভারতের বিপক্ষে সেই ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুধুমাত্র এই ম্যাচের জন্য নয়, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এই দলই থাকবে।
দলে আছে চমকও। ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও ডেভিড ওয়ার্নার। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজ চলাকালীন দেশে ফিরে যান কামিন্স। সেখানে মায়ের অসুস্থতার জন্য পাশে থাকেন। তবে জীবনের যুদ্ধে হেরে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন কামিন্সের মা। পুরো ভারত সফরেই খেলা হয়নি কামিন্সের আর।
তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে আবারও দলে ফিরেছেন এই তারকা পেসার। দলকে নেতৃত্ব দেবেন তিনি। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ছিটকে যাওয়া ওয়ার্নারও ফিরেছেন। এদিকে চমক দিয়ে সাড়ে ৪ বছর পর দলে ফেরানো হয়েছে মিচেল মার্শকে। এই অলরাউন্ডার সবশেষ ২০১৯ সালে খেলেছিলেন টেস্ট।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ২৮ মে’র মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত দল দিতে হবে। তবে সিএ ১৭ সদস্যের দল রেখেছ অ্যশেজের প্রথম দুই ম্যাচের জন্য। আগামী ৭ জুন ইংল্যান্ডের দ্য ওভালে হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এরপর যথাক্রমে এজবাস্টন ও লর্ডসে অ্যাশেজের প্রথম দুই টেস্ট হবে। অ্যাশেজের প্রথম ম্যাচ হবে ১৬ জুন।
অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (সহ- অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্ক হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post