টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রেয়াস

0
64

স্পোর্টস ডেস্কঃ চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। তবে সেখানে খেলতে পারছেন না ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। এই ব্যাটার ইনজুরিতে ভুগছেন। দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন শ্রেয়াস আইয়ার।

সবশেষ ডিসেম্বরে বাংলাদেশ সফর থেকে পিঠের চোট সঙ্গী শ্রেয়াসের। এরপর বেশ কিছু সিরিজ মিস করেছেন। এমনকি চলতি আইপিএলেও খেলা হচ্ছে না। কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক ছিলেন শ্রেয়াস। আশা ছিল অন্তত কিছু দিনের জন্য পাবার। তবে সেটাও হয়নি।

পিঠের চোট কাটাতে শ্রেয়াসকে পরামর্শ দেওয়া হয়েছিল অস্ত্রোপচারের। আইপিএলের শেষ ভাগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মাথায় রেখে, শুরুতে রাজি হচ্ছিলেন না শ্রেয়াস। তবে শেষ পর্যন্ত রাজি হয়েছেন তিনি।

যার জন্য শ্রেয়াসকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল অস্ত্রোপচারের জন্য। সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সফলভাবে। এখন শ্রেয়াসের সুস্থ হয়ে উঠতে আরও ৩ মাস সময় লাগবে। যার ফলে আইপিএল তো বটেই, এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হচ্ছে না। অবশ্য আগেই আন্দাজ করা যাচ্ছিল বিষয়টি। এবার আনুষ্ঠানিক রূপও পাওয়া গেল।

উল্লেখ্য, আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে মাঠে নামবে ভারত। ইংল্যান্ডের দ্য ওভালে রোহিত শর্মার দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here