স্পোর্টস ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাকি পাঁচ মাসেরও কম সময়। তবু এখনো সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি ও আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অক্টোবরে শুরু হতে যাওয়া এবারের আসরের সূচি আগামী মাসেই মিলবে। এমনটাই জানিয়েছে বিসিসিআই।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ফাইনাল চলাকালীন সময়েই বিশ্বকাপ সূচি ঘোষণা করবে বিসিসিআই। মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপে। আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচটি রাখা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এছাড়াও ভেন্যুর তালিকায় আছে ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গোয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম। উদ্বোধনী ম্যাচের মতো ফাইনালও হবে আহমেদাবাদে। ভারতীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। যদিও আইসিসি এই ব্যাপারে এখনো আনুষ্ঠানি বিবৃতি দেয় নি।
জানা গেছে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, চেন্নাইতে। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দু’দল। যেখানে কিউইদের হারিয়ে শিরোপা জিতেছিল ইংলিশরা। এবার এই দু’দলের লড়াইয় দিয়ে আহমেদাবাদে শুরু হবে ৫০ ওভারের বিশ্বকাপ।
১০ দলের বিশ্বকাপে প্রতি দলের লিগ পর্বে আছে ৯ ম্যাচ। ৪৮ ম্যাচের বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়া নিশ্চিত করেছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আর বাছাই পর্বে সেরা হয়ে দু’দল অংশ নেবে মূল পর্বে। এই দু’দল ঠিক হবে আগামী জুন মাসে জিম্বাবুয়েতে হতে যাওয়া দশ দলের বাছাই পর্বে। সেখানে অংশ নিবে উইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের মতো টেস্ট খেলুড়ে দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post