স্পোর্টস ডেস্কঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। লর্ডসে আগামী ৭ জুন শুরু হবে ফাইনাল ম্যাচ। এই ম্যাচের স্কোয়াড আগেই ঘোষণা করে রেখেছে দু’দল। তবে ভারতের স্কোয়াডে খানিকটা পরিবর্তন এসেছে। রিজার্ভ স্কোয়াডে থাকা ঋতুরাজ গায়কোয়াড় নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
আগামী ৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন ঋতুরাজ। তাই যাচ্ছেন না ইংল্যান্ডে। রিজার্ভ তালিকায় থাকা এই ব্যাটারের বিকল্প ক্রিকেটারে দলে ঢেকেছে বিসিসিআই। আইপিএল মাতানো জস্বভী জয়সওয়ালকে দলে নিয়েছে ভারত। এবারের আসরে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৬২৫ রান করেছেন তিনি। ১৬৩.৬১ স্ট্রাইক রেটে এই রান করেছেন বাঁহাতি।
প্রথম শ্রেণির ক্রিকেটেও দারুণ সফল জয়সওয়াল। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে নয়টি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরিসহ ৮০.২১ গড়ে এক হাজার ৮৪৫ রান করেছেন তিনি।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ইশান কিশান, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
স্ট্যান্ডবাই: মুকেশ কুমার, সূর্যকুমার যাদব ও জস্বভী জয়সওয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post