স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। টেস্ট বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটির এবারের আসরের ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের দ্য ওভালে।
২০২১-২৩ মৌসুমের ফাইনালকে ঘিরে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফাইনালের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন।
অনফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংঅর্থ। দুজনই বেশ অভিজ্ঞ আম্পায়ার আন্তর্জাতিক অঙ্গনে।
ফাইনালের তৃতীয় অর্থাৎ, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গেল আসরের ফাইনালেও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি। এদিকে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post