স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া দল। শেষ মূহুর্তে ছিটকে গেছেন দলটির তারকা পেসার জশ হ্যাজেলউড। সাইড ইনজুরির কারণে ফাইনালে খেলা হচ্ছে না এই পেসারের। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
হ্যাজেলউডের বদলিও নেওয়া হয়েছে ফাইনালের জন্য। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইনফর্ম অলরাউন্ডার মাইকেল নেসার। তার অন্তর্ভুক্তি ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টেকনিক্যাল কমিটি।
সাম্প্রতিক সময়টা দারুণ যাচ্ছে নেসারের। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলেছেন তিনি। যেখানে ৫ ম্যাচে ১৯ উইকেট শিকার করেছেন এই ৩৩ বছর বয়সী ক্রিকেটার। একইসাথে সাসেক্সের বিপক্ষে এক সেঞ্চুরিও হাঁকিয়েছেন ব্যাট হাতে। ক্যারিয়ারে এর আগে মাত্র ২টি টেস্ট খেলেছেন এই বোলিং অলরাউন্ডার।
আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সার্কেলের ফাইনাল। ইংল্যান্ডের দ্য ওভালে ভারতের বিপক্ষে টেস্টের বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টের ফাইনাল খেলবে অজিরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া্দর ১৫ সদস্যের দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, ট্রেভিস হেড, জস ইংলিশ, উসমান খাজা, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, টড মার্ফি, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
স্ট্যান্ডবাইঃ মিচেল মার্শ ও ম্যাট রেনশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post