টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

0
109

স্পোর্টস ডেস্কঃ নিরপেক্ষ ভেন্যু ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ বিকেলে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ইতোমধ্যে হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ টস হেরে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া।

মেঘলা আকাশ দেখেই আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রোহিত। তার মতে উইকেট বেশ ভালো, খুব একটা ভাঙার সম্ভাবনা নেই। তাই চার পেসারের দিকেই গিয়েছেন তারা। আগের দিন ঘোষিত অস্ট্রেলিয়ার একাদশেও আছে একই সমন্বয়। চার পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন ন্যাথান লায়ন।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, আলেক্স কেয়ারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, স্কট বোল্যান্ড।

ভারতের একাদশ: রোহিত শর্মা,শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকার ভারত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here