স্পোর্টস ডেস্কঃ ওভালে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন অস্ট্রেলিয়ার। ভারতের বিপক্ষে প্রথমদিন শেষে অজিদের সংগ্রহ ৩ উইকেটে ৩২৭ রান। দারুণ এক সেঞ্চুরি উপহার দিলেন ট্রাভিস হেড। আর সেঞ্চুরির অপেক্ষায় আছেন স্টিভেন স্মিথ। এই দুজনের আড়াইশ ছাড়ানো জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে প্যাট কামিন্সের দলকে।
কেনিংটন ওভালে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই অজি শিবিরে আঘাত হানেন মোহাম্মদ সিরাজ। ইনিংসের চতুর্থ ওভারে উসমান খাজাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। লাঞ্চের দুই ওভার আগে আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে ফেরান শার্দুল ঠাকুর। ৬০ বলে ৪৩ রান করে শ্রীখর ভরতের হাতে ক্যাচ দেন তিনি
লাঞ্চের পর ৪ রানের ব্যবধানে মার্নাশ লাবুশানেকে বোল্ড করেন মোহাম্মদ শামি। অজি এই ব্যাটার ফেরেন ৬২ বলে ২৬ রান করে। সেখান থেকে নতুন করে ইনিংস গড়ে তোলেন স্মিথ ও হেড। আর তাদের জুটিতে নিরাপদে দিন শেষ করেছে তাসমান সাগরপাড়ের দেশটি। হেড অপরাজিত আছেন ১৫৬ বলে ১৪৬ রানে। যেখানে ২২ চারের পাশে ছক্কা একটি। ২২৭ বলে ১৪ চারে ৯৫ রানে অপরাজিত আছেন স্মিথ। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান ২৫১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০