স্পোর্টস ডেস্কঃ শেষ হয়েছে বহুল আকাঙ্খিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ২০২১-২৩ মৌসুমের ফাইনাল। যেখানে ভারতকে গুঁড়িয়ে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দ্য ওভালে ২০৯ রানের বিশাল জয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ পুরষ্কার ‘রাজদণ্ড’ ঘরে তুলেছে অজিরা।
তবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে শুধুমাত্র ট্রফিই নয়, বিপুল পরিমাণ আর্থিক পুরষ্কারও পাচ্ছে দলটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরুর দিন দশেক আগেই বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আর সেই প্রাইজমানি অনুযায়ী চ্যাম্পিয়ন দল হিসেবে অস্ট্রেলিয়া পাচ্ছে ১.৬ মিলিয়ন বা ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি টাকারও বেশি। রানার্স আপ দল হলেও ভারত পাবে ৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৮ কোটি টাকা।
শুধুমাত্র চ্যাম্পিয়ন এবং রানার্সআপের জন্যই নয়, আইসিসি বাকি দেশগুলোর জন্যও প্রাইজমানি রেখেছে। তৃতীয় স্থানে থেকে আসর শেষ করা দক্ষিণ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোটি টাকা। তালিকার চার নম্বরে থেকে শেষ করা ইংল্যান্ড দল পাবে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ কোটি টাকারও বেশি। আর পাঁচ নম্বরে থেকে এবারের মৌসুম শেষ করা শ্রীলঙ্কা পাবে ২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি টাকারও বেশি।
আগের আসরে চ্যাম্পিয়ন হওয়া নিউজিল্যান্ড দল এবার ৬ নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করেছে। তারা পাবে ১ লাখ মার্কিন ডলার। একই পরিমাণ অর্থ পাবে সাত, আট ও নয়ে থাকা যথাক্রমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি টাকার কিছু বেশি।
আগের আসরের মতো এবারও সব মিলিয়ে ৯টি দলের মধ্যে ৩.৮ মিলিয়ন বা ৩৮ লাখ মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে দিচ্ছে আইসিসি। বাংলাদেশি মূল্যে যা প্রায় ৪১ কোটি টাকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post