Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো আইসিসি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করলো আইসিসি

0
62

স্পোর্টস ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী ২ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৩ ও ২০২৫ সালের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ করেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

আগামী ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের দ্য ওভালে। এরপর ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সেটি অনুষ্ঠিত হবে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে।

এই প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহি জিওফ অ্যালারডাইস বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (২০২৩ সালে) দ্য ওভালে আয়োজন করতে পারবো বলে আমরা দারুণ আনন্দিত। যে মাঠের অনেক ঐতিহ্য ও ভালো পরিবেশ রয়েছে। যা কিনা গুরুত্বপূর্ণ এমন ম্যাচের জন্য আদর্শ। এরপর আমরা ২০২৫ সালের ফাইনাল লর্ডসে আয়োজন করবো।’

যদিও ২০২৩ সালে লর্ডসে আয়োজিত হওয়ার কথা ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। তবে চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে, সেটি আর সম্ভব হচ্ছে না। সরিয়ে নেওয়া হয়েছে দ্য ওভালে। এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের সাউদাম্পটনে। সেই ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here