টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় উন্নতি পাকিস্তানের

0
16

স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ দিয়েছে সফরকারী পাকিস্তান। ইতিহাস গড়ে ৪ উইকেটের ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বাবর আজমের দল।

পাকিস্তান দল নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে। গলে চতুর্থ ইনিংসে ৩৪২ রান তাড়া করে পাওয়া এই জয়টিই সর্বোচ্চ রান তাড়ার জয়। রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছিল গল টেস্টের পঞ্চম ও শেষ দিন। কে জিতবে এই নিয়ে দোলাচল ছিল। যদিও চতুর্থ দিন শেষে এগিয়ে ছিল পাকিস্তান দলই। শেষ পর্যন্ত সেই পাকিস্তানই গলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। স্বাগতিকদের দেওয়া ৩৪২ রানের লক্ষ্য টপকে যায় সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি পাকিস্তানের। এই লঙ্কানদের বিপক্ষেই ২০১৫ সালে রেকর্ড ৩৭৭ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান, সেটা পাল্লেকেল্লেতে। যেটা অক্ষত থাকলেও, দ্বিতীয় স্থানে চলে এসেছে এবারের গল টেস্টের জয়। এছাড়া গল স্টেডিয়ামের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয় এটি।

আর এই জয় এনে দেওয়ার কারিগর আব্দুল্লাহ শফিক। ক্যারিয়ার সেরা ১৬০ রানের বীরোচিত এক ইনিংস খেলে পাকিস্তানকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন শফিক। যা কিনা স্মরণীয় হয়ে থাকবে। এই জয়ের ফলে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ দিয়েছে সফরকারী দলটি। অর্ধেকেরও বেশি জয় নিয়ে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনে উঠে এসেছে। বাবার আজমের দলের জয় ৫৮.৩৩ শতাংশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের উপরে আছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ৭১.৪৩ শতাংশ জয় নিয়ে একে আছে প্রোটিয়ারা। তাদে পরেই দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের জয় ৭০ শতাংশ। গল টেস্ট নিজেদের করে নিয়ে অজিদের পরেই তিনে উঠেছে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দলটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here