স্পোর্টস ডেস্কঃ নানান আলোচনা চলছিল ডেভিড ওয়ার্নারের টেস্ট অবসর নিয়ে। সেই ওয়ার্নার এবার টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়ে দিয়েছেন কবে এই ফরম্যাট থেকে বিদায় নেবেন। অস্ট্রেলিয়ার আগামী গ্রীস্ম মৌসুমেই টেস্ট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি।
চলতি বছর ভারতে হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। যেটি কিনা অনুষ্ঠিত হবে পার্থে। এরপর ২৬ ডিসেম্বর রীতি অনুযায়ী বক্সিং ডে টেস্ট খেলতে নামবে দুই দল। যেটি হবে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিসি)।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হবে নতুন বছর ২০২৪’র শুরুতে। ৩ জানুয়ারি সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। যেটি কিনা অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আর ওয়ার্নার এই ম্যাচেই শেষবারের মতো টেস্ট ফরম্যাটে খেলতে মাঠে নামবেন। এরপরই অবসরে যাবেন।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন ওয়ার্নার। এই বাঁহাতি ওপেনার খেলবেন ভারতের বিপক্ষে দ্য ওভালে। ৭ জুন শুরু হবে এই ফাইনাল। এরপর অ্যাশেজ সিরিজ খেলবেন ইংল্যান্ডের বিপক্ষে। চলতি বছর আছে ওয়ানডে বিশ্বকাপও। ৩৬ বছর বয়সী এই তারকা আগামী বছরই সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরে যাবেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষবার খেলতে নামবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post