টেস্ট থেকে ছুটি চেয়েছেন সাকিব-লিটন

0
69

নিজস্ব প্রতিবেদকঃ চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪-৮ এপ্রিল। তবে এ সময় শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরও। ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। আর সেখানে অংশ নিতে জাতীয় দল থেকে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন এই তথ্য।

সাকিবদের আইপিএলে যাওয়া নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি, ওদের এনওসি দেয়া হবে কি হবে না এই বিষয়ে।’

আইপিএলে এবার খেলার কথা রয়েছে তিন বাংলাদেশির। পেসার মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস ও সাকিব আল হাসান, লিটন দাসকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজ টেস্ট ক্রিকেটে না খেলায় তেমন সমস্যা নেই। তবে সাদা পোশাকের অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক লিটন দাস অনাপত্তিপত্র চেয়েছেন। আর সেই ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি।

এর আগে আইপিএল নিলাম থেকে সাকিব-লিটন দু’জনকেই তাদের ন্যূনতম দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। সাকিবকে ১ কোটি ৫০ লাখ টাকায় এবং লিটনকে ৫০ লাখ টাকায় কিনে নেয় দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সাকিবকে পাওয়ায় কলকাতার ভারসাম্য বাড়বে বলেই মনে করা হচ্ছে। অন্য দিকে, লিটন উইকেট রক্ষার পাশাপাশি ব্যাট হাতে দলের ইনিংস ওপেন করতে পারেন।

কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিংহ, রহমানুল্লাহ গুরবাজ, ডেভিড ভিসে, কুলবন্ত খেজরোলিয়া, সুয়াশ শর্মা, নীতিশ রানা, অনুকূল রয়, লকি ফার্গুসন, আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আইয়ার, উমেশ যাদব, হর্ষিত রানা, টিম সাউদি, শার্দুল ঠাকুর, সুনীল নারাইন, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, এন জগদিশান, মনদীপ সিংহ, সাকিব আল হাসান ও লিটন দাস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here