টেস্ট থেকে বিশ্রামে তাসকিন

0
41

নিজস্ব প্রতিবেদকঃ চলতি মাসের শেষদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। তবে এই সিরিজে তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। এই বিষয়টি তাসকিন নিজেই নিশ্চিত করেছেন।

বিশ্বকাপের মাঝপথে কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। যে কারণে ২টি ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। চোট থেকে সেরে উঠতেই কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না তিনি।তাসকিন বলেন, ‘কাঁধে সমস্যা নিয়ে আমি বিশ্বকাপে খেলেছি। যে কারণে ছন্দটা পাইনি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। একটু বিশ্রাম নিয়ে এই সময়টায় রিকভারির জন্য চেষ্টা করব।’

বিশ্বকাপে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে দলের আশা ছিল প্রবল। সেই ভরসা ছিল তাসকিনের ওপরই। কিন্তু তিনি নিজে বা অন্য কোনো পেসারই পারেননি প্রত্যাশা পূরণ করতে। ৭ ম্যাচ খেলে তাসকিন শিকার করেছেন স্রেফ ৫ উইকেট। টানা হারের বৃত্তে থাকা বাংলাদেশও জায়গা করতে পারেন নি সেমিফাইনালে। তাই ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। রোববার সকালে ভারত থেকে ঢাকায় আসেন তাসকিন-শান্তরা।

বাংলাদেশে ২টি টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ও ৬ ডিসেম্বর। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে মিরপুরে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে কিউইদের দেশে পা রাখবে টাইগার বাহিনী। ওই সিরিজে ৩টি ওয়ানডে ও সমানসংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই সিরিজ দিয়ে ফিরতে পারেন তাসকিন। ওয়ানডে দিয়ে সিরিজ শুরু ১৭ ডিসেম্বর। এরপর হবে টি-টোয়েন্টি। দেশে ফিরে এসে জানুয়ারিতে আবার বিপিএল নিয়ে ব্যস্ত হওয়া লাগতে পারে ক্রিকেটারদের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here