টেস্ট দলে ফিরলেন সাদমান-তামিম, নেই জাকির

0
72

নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর সেই দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। জায়গা পেয়েছেন সাদমান ইসলাম অনিক। ফিরেছেন তামিম ইকবাল, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

তবে নেই জাকির হাসান। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি চৌধুরি রাব্বি। জায়গা হারিয়েছেন নাসুম আহমেদ ও রেজাউর রহমান রাজা। সবশেষ গেল বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট দল ছিল ১৫ সদস্যের। সেটি করা হয়েছে ১৪ সদস্যের।

নাম কাঁটা পড়েছে জাকিরের। ইনজুরির কারণে জায়গা হারিয়েছেন এই বাঁহাতি তরুণ। ভারত সিরিজ দিয়ে টেস্টে অভিষেক হয় জাকিরের। আর অভিষেকে দুর্দান্ত পারফর্মও করেন তিনি। তবে আঙ্গুলের চোটে খেলা হচ্ছে না আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টে। এই সিরিজের ওয়ানডে শুরুর আগে সিলেটে অনুশীলনে বুড়ো আঙ্গুলে গুরুতর চোটে পড়েন জাকির।

এছাড়া পারফম্যান্সজনিত কারণে বাদ পড়েছেন এক ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহান। এর বাইরে নাসুম আহমেদ ব্যাকআপ স্পিনার ছিলেন। তবে তাকে এবার রাখা হয়নি। এছাড়া রেজাউর রহমান রাজা বাদ পড়েছেন আবার, দলে তারকা পেসার আসায়।

এই সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন সাদমান ইসলাম। গেল বছরের মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন ডারবানে। এরপর পারফম্যান্সজনিত কারণে বাদ পড়েন। তবে ঘরোয়া ক্রিকেটে রান করেছেন সাম্প্রতিক সময়ে। সবশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দারুণ পারফর্ম করেন সাদমান।

সাউথ জোনের হয়ে দুটি ম্যাচে খেলেছেন। এর মধ্যে তিন ইনিংসে ব্যাট করে ৩৭৬ রান করেছেন। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। দুই সেঞ্চুরি ছিল নামের পাশে। এর মধ্যে একটিতে খেলেছেন ২৪৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংসও। এছাড়া ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের দুটি ম্যাচে দুই ফিফটি আছে সাদমানের।

এমন পারফম্যান্সেও ডাক আসতো না সাদমানের, যদি না জাকির হাসান ইনজুরিতে পড়তেন। এদিকে সাদমানের ডাক আসলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত চলা জাকের আলি অনিকের ডাক পড়েনি। ৪৯২ রান করে বিসিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। এছাড়াও ‘এ’ দলের হয়ে ফর্মে ছিলেন। নুরুল হাসান সোহানের পরিবর্তে তাকে দেখা যাওয়ার গুঞ্জন চলছিল। তবে হয়নি। সোহান না থাকায় উইকেটের পেছনে দেখা যাবে লিটন দাসকে।

এদিকে চোটের কারণে ভারতের বিপক্ষে সিরিজ মিস করা তামিম ইকবাল ফিরেছেন টেস্ট দলে। এছাড়া দলে ফিরেছেন চোটের কারণে টেস্ট সিরিজ মিস করা এবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here