নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এই দল ঘোষণা করা হয়েছে। দুই ম্যাচের দলে ফিরেছেন সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান ও নাঈম হাসান। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের চোট ও সহ-অধিনায়ক লিটন দাস ছুটি নেওয়ায় আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে নেই এবাদত হোসেন ও তাসকিন আহমেদ।
দলে চমক হিসেবে ডাক পেয়েছেন হাসান মুরাদ ও হাসান মাহমুদ। লিটন না থাকায় দলে উইকেটরক্ষক হিসেবে দলে ফেরানো হয়েছে সোহানকে। এছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
বাংলাদেশ দল : নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দীপু ও হাসান মুরাদ।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং, নিল ওয়েগনার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post