টেস্ট সিরিজেও নেই ভিলিয়ার্স

0
24

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেননি। এবার বাদ পড়লেন টেস্ট স্কোয়াড থেকে।  কনুইয়ের ইনজুরির কারণে তার টেস্ট সিরিজেও খেলা হবে না।

ভিলিয়ার্সের অনুপস্থিতিতে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে চলমান হোম সিরিজ শেষে তিনটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে প্রোটিয়ারা। যার মধ্যে একটি ডে-নাইট টেস্ট রয়েছে। পার্থে ৩ নভেম্বর শুরু প্রথম টেস্ট।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে টানা চারটিতে হেরে অজিদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। কেপটাউনে ১২ অক্টোবর পঞ্চম ওয়ানডে। চতুর্থ ম্যাচে (৯ অক্টোবর) দলে ফিরেই বাজিমাত করেন দু’টি ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার তাবরিজ শামসি। তিন উইকেট নিয়ে অজিদের ১৬৭ রানে গুটিয়ে দিতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, তেম্বা বাভুমা, স্টিফেন কুক, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ডিন এলগার, কেশভ মহারাজ, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরিজ শামসি, ডেল স্টেইন, ড্যান ভিলাস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here