ট্রাইবেকারে হার, ইউরোপা লিগ থেকে আর্সেনালের বিদায়

0
211

স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠা হচ্ছে না আর্সেনালের। শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ইংলিশ ক্লাবটি। ট্রাইবেকারে হেরে গিয়েই বেশি দূর যাওয়া হয়নি মাইকেল আর্তেতার দলের।

প্রথম লেগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির সাথে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচটি নির্ধারিত সময়ে থাকে ১-১ গোলে ড্র। ১৯তম মিনিটে গ্র্যানিথ জাকার গোলে লিড নেয় আর্সেনাল। পরবর্তীতে ম্যাচের ৬২তম মিনিটে পেদ্রো গঞ্জালভেসের গোলে সমতায় ফিরে পর্তুগিজ ক্লাবটি।

দুই লেগ মিলিয়ে নির্ধারিত সময় পর্যন্ত ৩-৩ গোলের সমতায় থাকায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানেও কেউ এগিয়ে যেতে পারেনি। উল্টো ম্যাচের একেবারে শেষ দিকে ১১৮তম মিনিটে স্পোর্টিং সিপির ম্যানুয়েল দুই হলুদ কার্ড দেখায় মাঠ ছাড়েন।

কোনো ফলাফল না আসলে, ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। যেখানে হেরে যায় আর্সেনাল। গানারদের ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। ৫টি কিক থেকেই গোল করতে সমর্থ হয় স্পোর্টিং সিপি। তবে আর্সেনালের হয়ে গ্যাব্রিয়েল মার্তিনেলির নেওয়া চতুর্থ শট রুখে দেন সিপির গোলরক্ষক আদান। আর এতেই শেষ ষোলো থেকেই বিদায় ঘন্টা বাজে আর্সেনালের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here