স্পোর্টস ডেস্কঃ ক’দিন ধরেই টানা গুঞ্জন আর সবকিছুর অনানুষ্ঠানিকতা হয়ে আসছিল। এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেল সবকিছু। বায়ার্ন মিউনিখে যোগ দিলেন হ্যারি কেইন। ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে শনিবার নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
শুক্রবার মেডিকেল সারতে মিউনিখে উড়াল দেন হ্যারি কেইন। এরপরই চুক্তি করেন নতুন ক্লাবের সাথে। চার বছরের চুক্তি করেছেন। ২০২৭ সাল পর্যন্ত বায়ার্নের ক্লাবে থাকবেন। টটেনহ্যাম থেকে কতো মূল্যে কেইনকে দলে ভিড়িয়েছে, সেই তথ্য প্রকাশ করেনি বায়ার্ন। তবে বিভিন্ন গণমাধ্যমের মতে, ১০০ মিলিয়ন ইউরো খরচ করেছে জার্মান ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি।
আর এর ফলে বুন্দেসলিগার ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার এখন হ্যারি কেইন। ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কের অভিষেকও হয়ে যেতে পারে শনিবার। এদিন জার্মান সুপার কাপে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে কেইন। সেই ম্যাচেই মাঠে দেখা যেতে পারে সময়ের অন্যতম তারকা ফরোয়ার্ডকে।
টটেনহ্যাম হটস্পারের ২০১১ সাল থেকে খেলে আসছেন কেইন। সব প্রতিযোগীতা মিলিয়ে ২৮০ গোল করে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন। ইংলিশ প্রিমিয়ার লিগে ২১৩টি গোল রয়েছে। প্রিমিয়ার লিগের তিন মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন। ৩০ বছর বয়সী এই ফুটবলারের জাতীয় দলের হয়েও সাফল্য আছে। নিজ দেশের জার্সিতে ৫৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা কেইন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post