স্পোর্টস ডেস্কঃ লর্ডস টেস্টে ৫ উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড। শুক্রবার তারা আবার মাঠে নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় টেস্টের আগের দিন একাদশ ঘোষণা করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের অধিনায়কত্বে বেন স্টোকস ও কোচিংয়ে ব্রেন্ডন ম্যাককালামের অভিষেকটা জয় দিয়ে রাঙানোর মূল কারিগর ছিলেন সাবেক অধিনায়ক জো রুট। দাপুটে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতান তিনি। আর এতেই তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। শুক্রবার এগিয়ে যাওয়ার মিশন তাদের।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুক্রবার শুরু হচ্ছে নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে তারা। জ্যাক লিচ কনকাশন সাব হলেও ফিট হওয়ায় তাকে দলে ফেরানো হয়েছে।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), ম্যাথু পটস, জ্যাক লিচ, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০