স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটি জিতল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই সঙ্গে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে জিতল এক মৌসুমে ট্রেবল শিরোপা। প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর এফএ কাপেও শিরোপা উৎসব করে সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলাও ইতিহাসে নিজের জায়গাটা পাকা করলেন। এই স্প্যানিশ কোচ কার্লো আনচেলত্তি ও জিনেদিন জিদানের পর তৃতীয় কোচ হিসেবে জিতলেন তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
ট্রেবল জয়ের কৃতিত্ব ইংল্যান্ডের ফুটবলে আগে দেখাতে পেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৯ সালে ‘ট্রেবল’ জয়ী সেই দলের কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ‘ট্রেবল’ জয়ী সেই কোচকে স্পর্শ করতে পেরে উচ্ছ্বসিত সিটি কোচ গার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ফার্গুসনের পাশে থাকতে পারা আমার জন্য বড় সম্মান। আজকে সকালে তার কাছ থেকে ম্যাসেজও পেয়েছি আমি, যা আমাকে প্রবলভাবে ছুঁয়ে গেছে। তার কাছ থেকে শুভেচ্ছা পাওয়াটা ছিল দারুণ।’
এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ জিতল সিটি। অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়ল ম্যানচেস্টারের দলটি। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এই রেকর্ড গড়ল তারা। ১৯৯৯ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড। আর সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। সর্বোচ্চ দুইবার করে ট্রেবল জিতেছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post