স্পোর্টস ডেস্ত:: বার্সার সর্বজয়ী দলের সদস্য তিনি। ‘ট্রেবল’ জিতেছেন, মেসি-নেইমারদের সঙ্গে ফুটবলের সবুজ গালিচা দাপিয়ে বেড়িয়েছেন। বার্সেলোনার সর্বজয়ী দলের সেই সদস্য এখন ভাগ্যের নির্মম পরিহাসে দোকানকর্মী। দোকানে কাজ করে চলছে তার জীবন-জীবিকা।
২০১৫ সালে বার্সা ‘ট্রেবল’ জিতে। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা ডেলরে জেতার পাশাপাশি ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপও জিতে বার্সেলোনা। এতোসব ট্রফী জয় দলের সদস্য ছিলেন জেরেমি ম্যাথিউ। বার্সার তৎকালীন কোচ ২০১৪ সালে ভ্যালেন্সিয়া থেকে নিয়ে আসেন জেরেমি ম্যাথিউকে।
মেসি-নেইমারদের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়ান জেরেমি। সেই তিনি এখন একটি স্পোর্টস শপে কাজ করেন। ফ্রান্সের ক্রীড়া দৈনিক লে’কিপ এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাথিউ বর্তমানে একটি দোকানের কর্মী। ফ্রান্সের একস আঁ প্রোভাঁস ও মার্শেই শহরের ইন্টারস্পোর্টের একটি শাখায় কাজ করছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ম্যাথিউ ওই ক্রীড়াসামগ্রীর দোকানে দাঁড়িয়ে আছেন। গলায় ঝোলানো আছে পরিচয়পত্র। দোকানটির ফুটবল অংশের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন তিনি।
বার্সার সর্বজয়ী এই সদস্য ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনে চলে যান। বছর তিনেক ক্লাবটিতে খেলেন তিনি। এরপর ইনজুরি তার সর্বনাশ করে ফেলে। ২০২০ সালের জুনে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে গুরুতর আঘাত পান। চোট গুরুতর হওয়ায় বিদায় জানান ফুটবলকে।
সম্প্রতি গণমাধ্যমে ম্যাথিউ’র দোকানে কাজ করার বিষয়টি প্রকাশ্যে এলে সেই দোকান চলে আসে আলোচনায়। প্রতিদিনই তার ভক্ত-সমর্থকেরা যাচ্ছেন, দেখা করছেন, ছবি তুলছেন। ফুটবলপ্রেমী ইন্টারস্পোর্টের সেই শাখায় ফোন দিয়ে ম্যাথিউর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০