স্পোর্টস ডেস্ক:: গত মৌসুমটা দুর্দান্ত গেছে ম্যানচেস্টার সিটির। স্বপ্নের ট্রেবল জয়ী ক্লাবটি এবার ঘরে তুললো আরেকটি শিরোপা। প্রথমবার উয়েফা সুপার কাপের ফাইনাল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হল্যান্ডরা। টাইব্রেকারে সেভিয়ার হৃদয় ভেঙে টানা চতুর্থ শিরোপা ঘরে তুললো ক্লাবটি।
গ্রিসের এথেন্সে বুধবার রাতে সুপার কাপের ফাইনাল জমিয়ে তুলে দুই দল। আক্রমণ পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসে। রোমাঞ্চকর লড়াই শেষ হলো টাইব্রেকারে। নির্ধারিত সময়ে১-১ গোলে থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম চার শটে দু’দলই ছিলো সমানে সমান। পঞ্চম শটে ম্যানসিটি গোল আদায় করলেও শেষ শটে গিয়ে আর পারেনি সেভিয়া। ৫-৪ ব্যবধানে শিরোপার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে তাদেরকে।
সুপার কাপের শিরোপা জিততে দুই দলই লড়াই করেছে শেষ পর্যন্ত। ম্যাচের শুরু থেকে শেষ, পুরোটা সময়ই দর্শকেরা উপভোগ করেছেন দারুণ লড়াই। হল্যান্ডদের ম্যানসিটি বল দখলের লড়াইয়ে অবশ্য কিছুটা এগিয়ে ছিলো।
প্রথমার্ধে লিড নেয় সেভিয়া। দ্বিতীয়ার্ধে লিড হারায় তারা। ম্যাচের ২৬তম মিনিটে ইউসুফ এন-নেসিরি হোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। ট্রেবল জয়ি ম্যানসিটি এরপর সমতায় ফিরতে আক্রমণ বাড়াতে থাকে। তবে প্রথমার্ধে আর সমতায় ফেরা হয়নি। সিটিকে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।
বিরতির পর খেলা শুরু হল্যান্ডরা আক্রমণের পর আক্রমণ করতে থাকে। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে দলটি। বলও নিজেদের নিয়ন্ত্রণ রাখতে শুরু করে সিটি। সফলতাও পায় দ্রুতই। ম্যাচের ৬৩তম মিনিটে কোল পামারর দারুণ গোলে স্কোর লাইন ১-১ দলটি।
সমতায় থাকা ম্যাচে শিরোপার জন্য দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। তবে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কেউ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভাগ্যের খেলা টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে শিরোপা জিতে নেয় সিটি। পেনাল্টি শুটআউটে সিটির পাঁচ শটে গোল করেন আর্লিং হলান্ড, হুলিয়ান আলভারেস, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও কাইল ওয়াকার। সেভিয়ার প্রথম চার শটে জালের দেখা পান লুকাস ওকাম্পোস, রাফা মির, ইভান রাকিতিচ ও গনসালো মনতিয়েল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post