স্পোর্টস ডেস্কঃ টেকনিক্যাল ডিরেক্টরের পদ সামলানো এডিন টেরজিৎসকে নতুন কোচের দায়িত্ব দিল বরুশিয়া ডর্টমুন্ড। বুন্ডেসলিগার দলটি গত সপ্তাহে মার্কো রোসকে বরখাস্ত করার পর তার স্থানে সাবেক অন্তর্বর্তীকালীন এই কোচকে ফিরিয়ে এনেছে। এর আগেও ডর্টমুন্ডের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত সেই মেয়াদে দলকে জার্মান কাপের শিরোপা জেতান টেরজিৎস।
ডর্টমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর সেবাস্তিয়ান কেহল বলেছেন, ‘আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে টেরজিৎসের সাথে গত সপ্তাহ জুড়ে অনেক আলোচনা করেছি। শেষ পর্যন্ত তাকে ডর্টমুন্ডে আনতে আশ্বস্ত করতে পেরেছি। সে আমাদের ক্লাবের পরিবেশ সম্পর্কে জানে। পুরো দল সম্পর্কে তার ধারণা আছে। সফল একটি মৌসুম কাটানোর জন্য কোথায় কোথায় নতুন করে কাজ করতে হবে সেটা সে ভালই বুঝতে পারবে।’
ডর্টমুন্ড চলতি মৌসুম শেষ করেছে কোনো শিরোপা ছাড়াই। ইউরোপিয়ান প্রতিযোগিতায়ও দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ইউরোপা লিগেও সুবিধা করতে পারেনি তারা। ফলে বরখাস্ত হন মার্কো রোস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০