স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ফুটবলের আলোচিত তরুণ প্রতিভা জুড বেলিংহামকে এই মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে দলে আনে রিয়াল মাদিদ। স্বল্প সময়েই এই তরুণ রিয়ালের কোচ আনচেলত্তির মন জয় করে নেন। ২০ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার রিয়ালে যোগ দিয়েছেন ৬ বছরের চুক্তিতে।
লা লিগায় রিয়ালের জার্সিতে অভিষেকে বেশ উজ্জ্বল ছিলেন বেলিংহাম। লিগ অভিষেকেই নান্দনিক এক গোল করেন তিনি। এবার দ্বিতীয় ম্যাচেও তিনি জয়ের নায়ক। আলমেরিয়ার বিপক্ষে শনিবার দলের ৩-১ গোলের জয়ে দুটি গোল করেন তিনি, সহায়তা করেন বাকি গোলটিতে। দুই ম্যাচেই বেলিংহাম ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জিতে নেন।
ডর্টমুন্ড ছেড়ে রিয়ালের মতো অভিজাত ক্লাবে কীভাবে উন্নতি করছেন বেলিংহাম? আলমেরিয়া ম্যাচ শেষে তিনি জানান, রিয়ালের মতো সঙ্গে থেকেই দ্রুত উন্নতি হচ্ছে তার খেলায়। বেলিংহাম বলেন, ‘আমার মনে হয়, খেলোয়াড় হিসেবে গত মৌসুমের চেয়ে আমি ১০ গুণ ভালো এখন। এই ফুটবলারদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি আমি। এখানে খেলার মান এতটা উঁচুতে। আমি অনেকটা স্পঞ্জের মতো, সবটুকু শুষে নেওয়ার চেষ্টা করছি।’
এর আগে দলবদলে মাদ্রিদ কেন বেছে নিলেন? বেলিংহাম এমন উত্তরে বলেছিলেন, ‘ব্যাপারটা এমন নয় যে, অন্য দলগুলো খারাপ বা তারা ভালো নয়। স্রেফ এটাই যে, আমার কাছে মাদ্রিদই সেরা। মাদ্রিদের প্রতি ইংল্যান্ডে সবার অনেক শ্রদ্ধা রয়েছে। ঐতিহ্যগতভাবেই তারা ইউরোপ সেরা তাই এই চিন্তায় এখানে আসা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post