স্পোর্টস ডেস্ক:: বছর এখনো শেষ হয়নি। তার আগেই বিশ্ব ক্রিকেটে ডাক মারার সর্বোচ্চ স্থানে বাংলাদেশ। ২০২২ সালে এখন পর্যন্ত ডাকা মারার সর্বোচ্চ সংখ্যা বাংলাদেশী ব্যাটারদের দখলে। টাইগারদের পরেই দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।
এ বছর ডাক মারার শীর্ষ স্থানে থাকা বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা টেস্ট ক্রিকেটে। সাদা পোশাকে ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ক্রিকেটাররা। ফলে দলও ব্যর্থ হচ্ছে। একের পর এক হার সঙ্গী হচ্ছে টাইগারদের। অবস্থা এমন হয়েছে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানও সমালোচনা করছেন সতীর্থ ব্যাটারদের।
জানিয়েছেন, রান বের করার উপায় খুঁজতে হবে ব্যাটারদের। প্রত্যেককে নিজেদের দায়িত্ব বুঝতে হবে। নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সমস্যা খুঁজে বের করতে হবে। কোচদের সঙ্গে কাজ করতে হবে।
সদ্য শেষ হওয়া অ্যান্টিগা টেস্টে স্বাগতিক উইন্ডিজদের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ জন ব্যাটার ডাক মেরেছেন। দ্বিতীয় ইনিংসেও একজন ব্যাটার ছিলেন শূন্য রানেই। সবমিলিয়ে এ বছর বাংলাদেশের ক্রিকেটাররা ডাক মেরেছে ৩৭ বার। দুইয়ে থাকা লঙ্কান ক্রিকেটাররা ডাক মেরেছেন ২২ বার। তিনে থাকা সংযুক্ত আরব-আমিরাতের ১৯, চারে থাকা থাকা ইংল্যান্ডের ১৮ ও পাঁচে থাকা পাপুয়া নিউগিনির ডাকের সংখ্যা ১৭।
বাংলাদেশের ক্রিকেটারদের ৩৬টি ডাকের মধ্যে ৩১টিই এসেছে টেস্ট। পরিসংখ্যাতই বলে দিচ্ছে সাদা পোশাকে কতটা নাজুক অবস্থায় আছেন সাকিবের দল। টেস্টে বাংলাদেশের পরেই ডাকের অবস্থানে দ্বিতীয় নিউজিল্যান্ড। দলটি এ পর্যন্ত ১৪টি ডাক দেখেছে।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। টাইগাররা নিশ্চয়ই চাইবে রানে ফিরতে, ব্যাটারতের রান খড়া কাটাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই সিরিজটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০