নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় ম্যাচে রীতিমত গোল উৎসব হলো। এ পর্যন্ত সর্বোচ্ছ গোলের এই ম্যাচে গুণে গুণে দুই হালি গোল গোল হয়েছে। জকিগঞ্জকে গোল বন্যায় ভাসিয়েছে ওসমানীনগর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে এক পেশে খেলেছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল। ওসামীনগর এ দিন জকিগঞ্জের গোলবারে রীতিমত গোল বন্যা ছুটিয়েছে। ৭-১ গোলের ব্যবধানে জকিগঞ্জকে হারিয়ে তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
এ ম্যাচে আন্ত:উপজেলা কাপ প্রথম হেট্টিকের দেখা পেয়েছে। ওসমানীনগরের হয়ে হেট্টিক করেছেন রাসেল ও নাইজেরিয়ান খেলোয়াড় কিংসেলে।
ওসমানীনগরের হয়ে এদিন গোল উৎসবটা শুরু করে ছিলেন নাইজেরিয়ান খেলোয়াড় কিংসেলে। কিংসেলের এক গোলে ওসমানীনগর এগিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আরিফ ব্যবধান বাড়ান ২-০। এর পর কিংসেরে আবারো গোল করে ব্যবধান করেন ৩-০। প্রথমার্ধের শেষ দিকে রাসেল ১টি গোল করে ব্যবধান করেন ৪-০। ৪ গোল হজম করে গোল শন্য থেকেই বিরতিতে যায় জকিগঞ্জ উপজেলা।
বিরতির জকিগঞ্জ একটি গোল শোধ করে ব্যবধান ৪-১ করে। এরপরই আবারো গোল উৎসেব মেতে উঠে ওসমানীনগর। রাসেল গোর করে ব্যবধান ৫-১ করেন। এরপর কিংসেলে রাসেল আরো ১টি করে গোল করে নিজেদের হেট্টিক পূর্ণ করেন। সেই সঙ্গে ৭-১ গোেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
হেট্টিক করে ম্যাচ সেরা হয়েছেন ওসমানীনগরের রাসেল।