স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর চার বলে নেদারল্যান্ডসের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে ইতিহাস গড়েছিলেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। আইরিশ এ পেসার বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিক করেন। ২০২১ সালের বিশ্বকাপে ইতিহাস গড়া এই পেসার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে।
ক্যাম্ফারকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ড্রাফটের বাইরে থেকে তাঁকে দলে নেওয়ার খবরটি বুধবার সকালে নিশ্চিত করেছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে তারা ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তিতে আফিফ হোসেন ধ্রুবকে ঢেরায় ভিড়িয়েছে।
দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আইরিশ ক্রিকেটার ক্যাম্ফার। ২০২০ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ডের হয়ে তার অভিষেক হয়। দক্ষিণ আফ্রিকার যুব দলে খেলা এই অলরাউন্ডার এখন পর্যন্ত আইরিশদের হয়ে খেলেছেন ১৬ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি। দুই ফরম্যাট মিলিয়ে তিনি উইকেট নিয়েছেন যথাক্রমে ১৫ ও ২০ উইকেট। ব্যাট হাতে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১ ফিফটিতে ৩৯১ রান করেছেন তিনি।
ড্রাফটের বাইরে থেকেও সরাসরি দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার সুযোগ পায় ফ্র্যাঞ্চাইজিগুলো। যেই সুযোগে ইতোমধ্যেই একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের দলের ভিড়িয়েছে বেশ কিছু তারকা ক্রিকেটারকে। যেই তালিকায় দেশি ক্রিকেটারের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০