স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো বি লাভ ক্যান্ডি। দ্বীপ রাষ্ট্র লঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই লিগের ফাইনালে ডাম্বুলাকে ৫ উইকেটে হারিয়েছে ক্যান্ডি।
আগে ব্যাট করা ডাম্বুলা ১৪৭ রানের মাঝারি টার্গেট তুলেছিলো। জবাবে খেলতে নামা ক্যান্ডি ইনিংসের শেষ ওভারে এক বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে শিরোপা জিতে নেয়।
টস জিতে ব্যাট করতে নামা ডাম্বুলা ধনাঞ্জয়া ডি সিলভাদের ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৪৭ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ডি সিলভা। ২৯ বলের ইনিংসটি সাজান তিনটি ছক্কায়। পাঁচ চারে ৩০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন সাদেরা। এছাড়াও ৩১ রান করে অপরাজিত থাকেন কুশল পেরেরা।
ক্যান্ডির হয়ে চাতুরাঙ্গা ডি সিলভা ২টি উইকেট লাভ করেন।
১৪৮ রানের টার্গেটে খেলতে নামা ডাম্বুলা কুশল মেন্ডিস ও ম্যাথিউজদের ব্যাটে চড়ে ইনিংসের এক বল বাকী থাকতে ৫ উইকেটে জয় নিশ্চিত করে। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন কুশল মেন্ডিস। এক ছক্কা ও তিন চারে ৩৭ বলে সাজান নিজের ইনিংসটি। ২৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক অ্যাঞ্জেল মেন্ডিস। ২৬ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। ২৪ রান করেন দিনেশ চান্দিমাল।
ডাম্বুলার হয়ে নুর ৩টি ও ফার্নান্দো ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post