স্পোর্টস ডেস্কঃ ভারতের করা ১৮৪ রানের জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ৭ ওভার যেতেই এখন পর্যন্ত তুলেছে বিনা উইকেটে ৬৬ রান। ডি/এল স্কোরে ভারতের থেকে এখন ১৭ রানে এগিয়ে টাইগাররা। অর্থাৎ বৃষ্টির কারণে আর খেলা শুরু না হলে জিতে যাবে সাকিব আল হাসানের দল।
ইনিংসে ৩০ মিনিট অতিরিক্ত ছিল। এই সময় পেরিয়ে যাওয়ায় কাটা শুরু হবে ওভার। ওভার কাটা গেলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়াবে নতুন করে। বাংলাদেশ সময় বিকেল ৪ঃ৫৮ থেকে শুরু হবে ওভার কাটা।
ভারতের গড়া রান পাহাড় টপকাতে ২১ বলেই ফিফটি পেয়ে যান লিটন দাস। মোহাম্মদ শামিকে পুল করে ছয় মেরে মাইলফলকে গেছেন তিনি। এবারের বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম ফিফটি এটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০