নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে প্রথম জয় তুলে নিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আগের ম্যাচের হতাশাজনক পারফর্ম্যান্স থেকে বেরিয়ে এসে এই ম্যাচে ৮৫ রানের বড় জয় পেয়েছে দলটি। অপরদিকে সুপার লিগে টানা দুই ম্যাচ খেলে দুই হার দেখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।
সাভারের বিকেএসপিতে বৃষ্টিবিঘ্নিত ৪৭ ওভারের ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে মোহামেডানের সামনে ২৭৭ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়। সেই লক্ষ্য তাড়া করতে নামার পর, ইনিংসের শুরুতে আরিফুল ইসলামের উইকেট হারলেও অধিনায়ক ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে খানিকটা ভরসা পায় মোহামেডান।
তবে হুট করে শুরু হয় ঐতিহ্যবাহী দলটির উইকেট যাত্রা। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৯১ রানে গুঁটিয়ে যায় মোহামেডানের ইনিংস। দলটি দেখে বিশাল ব্যবধানে হার। ৬২ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইমরুল ৩৩ ও আরিফুল হক ৩২ রানের ইনিংস খেলেন।
শেখ জামালের হয়ে একাই ৪ উইকেট শিকার করেন তাইবুর রহমান। এছাড়া আরিফ আহমেদ ৩টি ও পারভেজ রাসুল ২টি উইকেট লাভ করেন।
এর আগে সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে ধীর গতির করলেও, ধীরে ধীরে রানের চাকা বাড়তে থাকে শেখ জামালের। শেষ পর্যন্ত ৪৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৯ রানের বড় পুঁজি পায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ম্যাচের দৈর্ঘ্য কমে আসায় সেঞ্চুরি পূরণ হয়নি আর। টপ অর্ডারে নেমে এই বাঁহাতি ৮৬ বলের ইনিংসে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কা হাঁকান।
অধিনায়ক নুরুল হাসান সোহান খেলেন ৭০ রানের ঝড়ো ইনিংস। ৬০ বলের ইনিংসে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কা হাঁকান। এছাড়া ৫০ রানের ইনিংস খেলেন ওপেনার সৈকত আলি। ৭০ বলের ইনিংসে ২টি করে চার ও ছয় হাঁকিয়েছেন তিনি। আরেক ওপেনার সাইফ হাসান ২৫ রানের ইনিংস খেলেন।
মোহামেডানের হয়ে দলের বিদেশি কামিন্দু মেন্ডিস ২টি উইকেট ও সৌম্য সরকার ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা