স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসান আইপিএলে যাননি। ঘরোয়া ক্রিকেটের আসর ডিপিএলে তিনি খেলছেন। মোহামেডানের হয়ে খেলা এই তারকা লিগের প্রথম পর্ব পর্যন্ত খেলবেন। আগামি ১৭ এপ্রিল পর্যন্ত চলবে লিগ পর্ব। ঈদের পর শুরু হবে লিগের পরবর্তী রাউন্ড।
পারিবারিক কারণে আইপিএল খেলতে না যাওয়া সাকিব আল হাসান লিগের প্রথম পর্ব পর্যন্ত ঢাকায়ই থাকছেন। মোহামেডানের হয়েও খেলবেন। পরিবারের জন্য কলকাতা নাইট রাইডার্স থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন তিনি।
তবে সাকিব দ্রুতই যাচ্ছেন না পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে। মোহামেডানের হয়ে চলমান মৌসুমে খেলার চুক্তি করেছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত ক্লাবটির হয়েই খেলবেন ডিপিএলে। আজ ১১ এপ্রিল ব্রাদার্সের বিপক্ষে খেলবেন তিনি, ১৪ এপ্রিল খেলবেন শাইন পুকুর ক্রিকেটার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ এপ্রিল তার দলের প্রতিপক্ষ ঢাকা লেপার্ডস।
মোহামেডান স্পোটিং ক্লাবের ক্রিকেট কর্মকর্তা এজিএম সাব্বির জানিয়েছে, ১৭ এপ্রিল পর্যন্ত সবগুলো ম্যাচ খেলবেন সাকিব। এরপরই তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। ঈদ সেখানেই করবেন।
শুরুতে হারতে থাকা মোহামেডান সাকিব দলে যোগ দেওয়ার পর থেকেই টানা জয়ের মধ্যেই আছে। সোমবার ক্লাবটির ইফতার মাহফিল হয়েছে। সেখানেও উপস্থিত ছিলেন টাইগারদের টি-২০ ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post